Wellcome to National Portal
কেন্দ্রীয় ই-সেবা
ঢাকা ষ্টীল ওয়ার্কস লিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১২ এপ্রিল ২০২৫

ইতিহাস ও কার্যাবলি

৭৬-৭৮ টঙ্গী শিল্প এলাকায় ৪.২৩ একর জমির উপর ব্যক্তি মালিকানায় ঢাকা ষ্টীল ওয়ার্কস লিঃ ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকা ষ্টীল ওয়ার্কস লিঃ-এর তিনটি ইউনিট রয়েছে। টঙ্গীতে ঢাকা ষ্টীল ওয়ার্কস লিঃ-এ এমএস রড ও ফ্লাট বার, ঢাকার তেজগাঁও-এ ২৭৯ নং প্লট এ ৩ (তিন) বিঘা জমিতে কোয়ালিটি আয়রণ এন্ড ষ্টীল কোং লিঃ-এ সিআই (কাস্ট আয়রণ) প্রোডাক্ট ও তেজগাঁও-৩৪৩-৩৪৪ প্লট এ ৫ (পাঁচ) বিঘা জায়গায় প্রান্তিক ট্রেডার্স-এ এনামেলের তৈজসপত্র উৎপাদিত হতো। ১৯৭২ সালে তিনটি ইউনিটসহ প্রতিষ্ঠানটি জাতীয়করণ করে বিএসইসি’র অধীনে ন্যস্ত করা হয়। ১৯৯৩ সালে উচ্চতর আদালতের আদেশ অনুযায়ী  প্রতিষ্ঠানটি পে-অফ ঘোষণার পর কর্মকর্তা/কর্মচারীদের পাওনা পরিশোধ করা হয়। উচ্চ আদালতের আদেশ মোতাবেক প্রতিষ্ঠানটি মূল মালিককে ফেরৎ প্রদানের জন্য বারংবার নোটিশ প্রেরণ এবং সর্বশেষে গেজেটে প্রজ্ঞাপনও জারী করা হয়। কিন্তু মূল মালিক প্রতিষ্ঠানটি ফেরৎ নেয়নি। তবে পে-অফ ঘোষণার পর হতে প্রতিষ্ঠানটির তিনটি  ইউনিটেই উৎপাদন সম্পূর্ণ বন্ধ থাকে। গত ০৫-০৭-২০১৮ তারিখে  পুন:চালুকরণের উদ্বোধন করা হয়।